এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির এজিএম সম্পন্ন, শারমিন জন্নাত ফেন্সি প্রেসিডেন্ট ও ডাঃ ওম প্রকাশ সেক্রেটারি নির্বাচিত


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন / ৩৭
এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির এজিএম সম্পন্ন, শারমিন জন্নাত ফেন্সি প্রেসিডেন্ট ও ডাঃ ওম প্রকাশ সেক্রেটারি নির্বাচিত
ফয়সাল আলম সাগর,
কক্সবাজার জেলা প্রতিনিধি :
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর আওতাধীন ১২৭ নং স্যাটার্ড ক্লাব “এপেক্স ক্লাব অব চকরিয়া সিটি’র” বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার চকরিয়া হস্তশিল্প সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আগামী ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা এপেক্সিয়ান শারমিন জান্নাত ফেন্সি ও সেক্রেটারি এন্ড ডিএন এডিটর নির্বাচিত হয়েছেন এপে. ডাঃ ওম প্রকাশ দাশ।
এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির প্রেসিডেন্ট এপে. এডভোকেট সালাহউদ্দিন কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট-৩ এর গভর্নর এপে. জামাল হোসেন। ন্যাশনাল অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৩ এর ফাস্ট গভর্নর চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের অতিরিক্ত পিপি এপেক্সিয়ান এডভোকেট এরশাদুর রহমান রিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব গ্রীনসিটির ফাউন্ডার প্রেসিডেন্ট এপে. গোলাম কবির।
এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান এমএমএইচ ইয়াসির আরাফাত চৌধুরী। এছাড়াও নির্বাচনী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান মনছুর আলম রানা ও এপেক্সিয়ান শামীমা ফেরদাউসী।
এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির তৃতীয় এজিএম অনুষ্ঠানে আগামী ২০২৫ বর্ষের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন বোর্ড নির্বাচন করা হয়। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ২০২৪ বর্ষের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চকরিয়া হস্তশিল্প সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান শারমিন জান্নাত ফেন্সি। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান নুরুল আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মনজুর আলম ও সেক্রেটারি এন্ড ডিএন এডিটর নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান ডাঃ ওম প্রকাশ দাশ। এ ছাড়াও আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেক্সিয়ান এডভোকেট সালাহউদ্দিন কাদের, ট্রেজারার এপেক্সিয়ান আবুল মনসুর মোঃ মহসিন, সার্ভিস ডিরেক্টর রাজিফুল মোস্তফা চৌধুরী, মেম্বারশিপ এন্ড এটেন্ডেনস ডিরেক্টর এপেক্সিয়ান ফারজানা শিরিন জাহান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান মোঃ সেলিম উদ্দিন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান আবদুল করিম বিটু ও সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান জুলফিকার আলি ভুট্টা নির্বাচিত হয়েছেন।
এই কমিটি আগামী ২০২৫ সালে এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির নেতৃত্ব দিবেন।
এসময় এপেক্স ক্লাব অব মাতামুহুরির ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান এ ইউ এম শহিদুল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট আশিকুল বছির নকীব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্ট নারী উদ্যোক্তা মর্জিনা আক্তার খুকী ও তরুণ উদ্যোক্তা সিরজউদ দৌলা স্বাধীন কে পিন পড়িয়ে এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির সাথে অন্তর্ভুক্ত করে নেন ডিজি-৩ এপেক্সিয়ান জামাল হোসেন।
অনুষ্ঠান শেষের দিকে পিজিডি-৩ এপেক্সিয়ান এডভোকেট এরশাদুর রহমান রিটুর শুভ জন্মদিন উপলক্ষে এপেক্সিয়ান শারমিন জন্নাত ফেন্সির হাতে তৈরি করা কেক কেটে জন্মদিন উৎযাপন করা হয়|